Home প্রবাসী হাঙ্গেরিতে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

হাঙ্গেরিতে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

by Shohag Ferdaus

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানিতে ডুবে আমান উল্লাহ আমান নামের এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

দেশটিতে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী জানান, আমান বুদাপেস্টের উপকণ্ঠের একটি লেকে তার বন্ধুদের সঙ্গে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে তার বন্ধুরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে রাত ১০টার দিকে পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

বর্তমানে তার লাশ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আমান উল্লাহ আমান গত বছরের সেপ্টেম্বরে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি অব সেগেডে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হাঙ্গেরিতে পাড়ি জমিয়েছিলেন।

তিনি সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আমানের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

ভয়েস টিভি/প্রবাসী ডেস্ক/এসএফ

You may also like