Home সারাদেশ শিবালয়ে জিসান হত্যা : পাঁচ আসামি রিমান্ডে

শিবালয়ে জিসান হত্যা : পাঁচ আসামি রিমান্ডে

by Newsroom

মানিকগঞ্জের শিবালয়ে প্রেমের ঘটনায় মোবাইল ছিনতাইয়ের জেরে কলেজ পড়ুয়া ছাত্র তানভীর আহাম্মেদ জিসানের হত্যার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ নভেম্বর শুক্রবার দুপুরের দিকে আসামিদের আদালতে পাঠিয়ে সাতদিনের রিমাণ্ড আবেদন করে। পরে শুনানী শেষে চীফ জুডিসিয়াল আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত জিসান ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকার শাহিন আলমের ছেলে এবং মোহাম্মদপুর হাজী মুকবুল হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

গ্রেফতাররা হলো, শিবালয় উপজেলার পাচুরিয়া এলাকার জুলহাসের ছেলে রাব্বি হোসেন ওরফে প্রান্তিক(১৮), ছোট শাকরাইল এলাকার ঝাড়ু মোল্লার ছেলে নাজমুল (১৮), সমেজ মোল্লার ছেলে শরিফ হোসেন (১৮), জামাল মোল্লার ছেলে আজিজুল (১৮) এবং ঢাকাইজুড়া এলাকার শামীম হাসানের ছেলে হাসিবুন হাসান (১৮)।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখে জিসান ঢাকা থেকে নানার বাড়ি যাবার কথা বলে বাসা থেকে নিখোঁজ হন। জিসানের পরিবার অনেক খোঁজাখুঁজির পর মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন। এদিকে গত ১৮ তারিখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে জিসানের পরিবার তার মরদেহ শনাক্ত করেন। পরে বিষয়টি ঢাকার মোহাম্মদপুরের পুলিশের মাধ্যমে শিবালয় থানায় বিষয়টি অবগত করে। এ ঘটনায় শিবালয় থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করেন।

আরও পড়ুন: ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি

শিবালয় থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আশীষ কুমার সান্যাল বলেন, জিসানের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like