Home জাতীয় শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ঢল

শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ঢল

by Newsroom

ভয়েস রিপোর্ট: দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে মানুষের ঢল নেমেছে। যদিও সোমবার বিকেল ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। এরপরও নদী পার হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ। পরিবার-পরিজন নিয়ে নদীর ঘাটে অবস্থান করছেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় আসা ঘরমুখো অসংখ্য মানুষ। তারা মানছেন না নিরাপদ দূরত্ব।
শিমুলিয়া ঘাটের আশেপাশে অসংখ্য যানবাহনও নদী পার হওয়ার অপেক্ষায় আছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় আছে শুধু দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
ফেরিতে পারের অপেক্ষমাণ যাত্রীরা তাদের দুর্ভোগের কথা বলেন। তারা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তারা খুব কষ্ট করে শিমুলিয়া ঘাটে এসেছে। তারা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে এখানে অবস্থান করছেন।

You may also like