Home সারাদেশ শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ভিড়

শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ভিড়

by Newsroom

ভয়েজ রিপোর্ট: ভীড় বেড়েছে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।  শ্রমজীবীরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ছুটছেন। গেল কয়েকদিনের মতো বৃহস্পতিবারও সকাল থেকে শিমুলিয়া ঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। তবে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন তারা। বিভিন্ন ধরনের ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে উদ্দেশে ছুটছেন তারা।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ‘গণপরিবহন না থাকায় শ্রমজীবী মানুষের বেশ ভোগান্তি হচ্ছে। তারা মিশুক, সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছেন। তবে এসব যানবাহন এক্সপ্রেসওয়েতে চলতে পারে না। অনেক পথ ঘুরে তারা ঢাকার কাছাকাছি  পৌঁছে যাচ্ছে।

এদিকে, সকালে সাতটি ফেরি কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাটে ভিড়েছে। সেখানে প্রতি ফেরিতে আনুমানিক প্রায় আড়াইশ’ শ্রমজীবী মানুষ পার হয়েছে। এদের বেশিরভাগই গার্মেন্টসকর্মী বলে জানিয়েছেন অনেকে।

You may also like