4
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের শিশুখাদ্য জব্দ করেছে। ২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে একটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালায়। এ সময় দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে জনি স্টোরের মালিক হামিদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির শিশুখাদ্য বিক্রি করে আসছিল। এ সব শিশুখাদ্য ভেজাল ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় অভিযান চালানো হয়। ভেজাল মালামালের মধ্যে রয়েছে রোবট ড্রিংকস, আচার, হালুয়া বরফি, লিচু, লজেন্স, ফ্রুটিসহ বিভিন্ন সামগ্রী। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, এগুলো খেলে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হত।
ভয়েস টিভি/এসএফ