Home সারাদেশ ভাঙনে বিলীন শিশুদের খেলা আর পড়ার সঙ্গী বিদ্যালয়টি

ভাঙনে বিলীন শিশুদের খেলা আর পড়ার সঙ্গী বিদ্যালয়টি

by Shohag Ferdaus

বিদ্যালয়টি কয়েক’শ শিশুর পাঠদানে মুখরিত ছিল। করোনার প্রভাবে শিশুদের সেই মুখর কোলাহলে নেমে আসে সাময়িক নিস্তব্ধতা। এবার চিরকালের জন্যই নিস্তব্ধ হয়ে গেল স্কুলে শিশুদের কোলাহল। নদীভাঙনে বিলীন হলো শিশুদের খেলা আর পাঠের সঙ্গী স্কুল ভবনটি।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি চোখের সামনেই নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ২৬ আগস্ট বুধবার উপজেলার কালাবদর নদীর চরবগী এলাকায় ভাঙনে বিদ্যালয় ভবনটি বিলীন হতে শুরু করে। আর ২৭ আগস্ট বৃহস্পতিবার তা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় নদীগর্ভে।

শ্রীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার বশিরুল হক চাঁন মিয়া জানান, ২০১৭ সালে দ্বিতল পাকা ভবনটি নির্মাণ করা হয়। তখন নদীর পাড় ছিল অনেক দূর। গেল ২ বছরে ভাঙতে ভাঙতে নদী বিদ্যালয় ভবনটির কাছাকাছি চলে আসে। আর গতকাল ভাঙনে স্কুল ভবনটি বিলীন হয়ে যায়।

তিনি জানান, ২৬ আগস্ট বুধবার বেলা ১১টার দিকে শুরু হয় নদীভাঙন। অস্তে আস্তে বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হতে থাকে ভবনটি। কিছুদিন আগে ভাঙনরোধে বিদ্যালয়সংলগ্ন নদীতে জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। চোখের সামনে ভবনটি বিলীন হতে দেখা ছাড়া কারো কিছু করার ছিল না।

ভয়েস টিভি/এসএফ

You may also like