নিখোঁজের ১০ দিন পর কুমিল্লায় রিফানুল ইসলাম ওরফে রিফান (৫) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুটি মেঘনা উপজেলার বৈধ্যনাথপুর গ্রামের মালেশিয়া প্রবাসী শরিফ হোসেনের ছেলে রিফানুল ইসলাম রিফান।
স্থানীয়রা জানান, গত ১২ জানুয়ারি দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় রিফান। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে শিশুটির মা রজনী বেগম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার সকালে উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রিফানের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ভয়েস টিভি/এমএইচ