Home সারাদেশ শিশু অধিকার সপ্তাহ শুরু

শিশু অধিকার সপ্তাহ শুরু

by Newsroom

নীলফামারীতে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। ৫ অক্টোবর সোমবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে ভাচুয়াল পদ্ধতিতে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, শিশু একাডেমী পরিচালনা পর্ষদের সদস্য আহসান রহিম মঞ্জিল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা প্রমুখ বক্তব্য দেন।

ব্ক্তারা বলেন, করোনা পরিস্থিতির কারণে সমাগম পরিহার করে এবারের শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হচ্ছে। শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় নিজ বাড়ি থেকেই অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা সম্পন্ন করে সরাসরি অফিসে এবং অফিসের মেইলে পাঠানো যাবে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ভাচুয়াল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like