Home বিনোদন এক সময়ের শিশু অভিনেত্রী এখন তিন চলচ্চিত্রে বঙ্গমাতা

এক সময়ের শিশু অভিনেত্রী এখন তিন চলচ্চিত্রে বঙ্গমাতা

by Newsroom
শিশু অভিনেত্রী

ক্যারিয়ার নিয়ে ভাবছেন না একসময়ের শিশু অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এক সময়ের শিশু অভিনেত্রী দীঘি এখন একাধিক চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী চরিত্রের অধিকারী হয়েছে।

দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া পরিবেশিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা রেনুর চরিত্রে অভিনয় করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। গত ২ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তির পর বেশ প্রশংসাও পেয়েছেন।

এর মধ্যে শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির জনকের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও একই চরিত্রে অভিনয় করছেন দীঘি। শুধু তাই নয়, খুব শিগগির শুরু হতে যাওয়া সেলিম খানের ‘মুজিব ভাই’ ছবিতেও একই চরিত্রে দেখা যাবে দীঘিকে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলেন, ‘শিশুশিল্পীর পাট চুকিয়ে আমি এখন নায়িকা হয়েছি। আমার কী সৌভাগ্য, এ পর্যন্ত যে চারটি ছবি করেছি তার তিনটিতেই বঙ্গবন্ধুর সহধর্মিণীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। প্রস্তাব পেলে যে কেউই চরিত্রটা লুফে নিত, ভাগ্য ভালো প্রস্তাবগুলো আমার কাছেই এসেছে। বঙ্গমাতার ভূমিকায় অভিনয় করছি এটা আমার কাছে স্বপ্নের মতো।’

দীঘির ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রেমের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। যদিও সেসব গুঞ্জন ধোপে টেকেনি। প্রেমের বিষয়ে আবারও নেটিজেনদের মনে প্রশ্ন ধরিয়েছেন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেয়ার করা কবিতা থেকেই মানুষের মনে প্রশ্ন। ওই যে কথায় আছে না? প্রেমের পড়লে মানুষ কবিতা লেখে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী হেসে বলেন, ‘এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে শেয়ার করি। আর প্রেম না, ক্যারিয়ার নিয়ে ভাবছি। প্রেম বা বিয়ে নিয়েও একদম ভাবছি না। অনেকেই লেখেন, আমি প্রেম করি। গুজব কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন।’

আরও পড়ুন : এখনি প্রেম বা বিয়ে নয়, ক্যারিয়ার নিয়ে ভাবছি : দীঘি

ভয়েস টিভি/ডি

You may also like