Home সারাদেশ ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত ৫ মাসের শিশু উদ্ধার

২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত ৫ মাসের শিশু উদ্ধার

by Newsroom
শিশু উদ্ধার

গাজীপুরের শ্রীপুর থেকে অপহরণ অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই ৫মাস বয়সী শিশু বিভা মনিকে উদ্ধার করেছে পুলিশ। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার মিরদেওহাটা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিকেলে গাজীপুর  পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম জানান অপহরণে অভিযুক্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার শশধরপটি গ্রামের বাদল মিয়ার ছেলে হৃদয় মাহমুদ (৩১) এবং তার স্ত্রী মিতু উপরফে সোনালী আক্তার (২৩) কে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার  বলে, জেলার শ্রীপুর উপজেলার ধনুয়া (বড়চালা) গ্রামের আব্দুল আজিত মিয়ার বাড়ির ভাড়াটিয়া লাইজু বেগম গত মঙ্গলবার দুপুরে তার ৫মাস বয়সী মেয়ে বিভা মনিকে প্রতিবেশী ভাড়াটিয়া সোনালী আক্তারের কাছে রেখে গোসল করতে যান। এ সুযোগে সোনালী বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। গোসল শেষে ঘরে গিয়ে মেয়েসহ সোনালী আক্তারকে না দেখতে পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেন। কোথাও না পেয়ে এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আল মামুনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মিরদেওহাটা গ্রামের সালামের বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃতর শিশু বিভা মনিকে তার মায়ের কোলে ফিরে দেয়া হয়েছে।

শামসুন্নাহার জানান, অপহরণকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাদের দাম্পত্য জীবনে কোন সন্তান না থাকায় তারা ৫মাস বসয়ী বিভা মনিকে অপহরণ করে ছিলো। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আল মামুন প্রমুখ।

ভয়েস টিভি/ডিএইচ

 

 

You may also like