Home সারাদেশ নোয়াখালীতে শিশু নির্যাতনের তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ

নোয়াখালীতে শিশু নির্যাতনের তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ

by Shohag Ferdaus
পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে শিশুকে মারধরের ঘটনার তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় হামলাকারী ফুয়াদ ও কফিল নামে দুই জনকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৪ অক্টোবর অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের রুবেলের স্কুল পড়ুয়া ১০ বছরের শিশুকে একই গ্রামের ফুয়াদের নেতৃত্বে মারধর ও নির্যাতন করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তদন্তে পুলিশের এএসআই সাকিবুল ইসলামসহ দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। তারা সেখানে বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে ফুয়াদ ও কফিলের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফুয়াদসহ দুই জনকে আটক করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like