নিখোঁজের দুই দিন পর সাভারের আশুলিয়া থেকে আসিফ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসিফ একই এলাকার জুয়েল রানার ছেলে। সে স্থানীয় দিপারোজ স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আসিফ গত ১০ অক্টোবর নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বজনরা। পরে ওই এলাকায় আজ একটি শ্রমিক কলোনিতে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভয়েসটিভি/এএস