Home সারাদেশ লালমনিরহাটে শিশু হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

লালমনিরহাটে শিশু হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

by Newsroom
মুদি দোকানি

লালমনিরহাটে প্রতিবেশী শিশু হত্যার দায়ে বেবি বেওয়া (৫০) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত বেবি বেওয়া লালমনিরহাট শহরের শাহাজাহান কলোনি এলাকার মৃত ইমান আলীর স্ত্রী।

লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক মুসা আলম বলেন, লালমনিরহাট শাহজাহান কলোনী এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী খাদিজা খাতুন (৯) ২০১০ সালের ৩ ডিসেম্বর বিকেলে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল।

এ সময় প্রতিবেশী মৃত ইমান আলীর মেয়ের সঙ্গে বিবাদ সৃষ্ঠি হয়। জানতে পেয়ে মৃত ইমান আলীর স্ত্রী বেবি বেওয়া পাথর দিয়ে শিশু খাদিজার ডান কানে ও মাথায় আঘাত করেন। এতে শিশু খাদিজা গুরুতর আহত হলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুই দিন পরে ৫ ডিসেম্বর শিশু খাদিজা মারা যায়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বাদী হয়ে মৃত ইমান আলীর স্ত্রী বেবি বেওয়াকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে ২৪ জানুয়ারী ২০১১ সালে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে সদর থানার উপ পরিদর্শক আজিজার রহমান পাঁচজনের বিরুদ্ধে ২০১১ সালে ১৪ মে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আসামি বেবি বেওয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।

একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকী চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. আকমল হোসেন বলেন, দীর্ঘ শুনানি শেষে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে শিশু হত্যার দায়ে আদালত আসামির যাবজ্জীবন দণ্ড দিয়েছেন। মামলার বাদী ন্যায় বিচার পেয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ভয়েস টিভি/এমএইচ

You may also like