Home সারাদেশ বড়াইগ্রামে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

বড়াইগ্রামে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

by Newsroom
মুদি দোকানি

নাটোরের বড়াইগ্রামের শিশু মাহমুদা খাতুন মুন্নী (৫) হত্যার দায়ে সোহেল সরকার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২০ ডিসেম্বর উপজেলার উপলশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু মাহমুদা খাতুন মুন্নী বাড়ির পাশে খেলতে যায়।

এসময় মুন্নীকে প্রতিবেশী সোহেল সরকার বাড়িতে ডেকে নিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। হত্যার পরদিন ওই পুকুর মুন্নীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মুন্নীর বাবা লোকমান সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি সোহেল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার মা সাজেদা বেগমকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আরও পড়ুন : ৭ দিনে ধর্ষণ মামলার রায় : ধর্ষকের যাবজ্জীবন

ভয়েস টিভি/এমএইচ

You may also like