Home সারাদেশ শীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর হবে পুলিশ

শীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর হবে পুলিশ

by Amir Shohel

শীতে করোনা সংক্রামণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে জনসাধারণের মাঝে নিরাপত্তা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজমোড়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।

এ সময় পুলিশ সুপার বলেন, সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে জেলা পুলিশ। যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন তিনি।

তখন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, জয়িতা শিল্পী, হাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

ভয়েসটিভি/এএস

You may also like