Home সারাদেশ পঞ্চগড়ে বাড়ছে শীত

পঞ্চগড়ে বাড়ছে শীত

by Shohag Ferdaus
পঞ্চগড়ে

গেল তিন সপ্তাহ ধরে হিমালয় কন্যা খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করায় পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় তাপমাত্রা ওঠানামা করছে, সঙ্গে মৃদু কুয়াশা। ফলে ভোগান্তি বাড়ছে জেলার ৫ উপজেলার মানুষের।

৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

শীতকালে বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও শুরু হয়েছে শীতের দাপট, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডা, সেই সঙ্গে কুয়াশা। মাঝরাতে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে বিভিন্ন এলাকা।

সকালে তাপমাত্রা অনেক নেমে যায়। দুপুর পর্যন্ত সূর্যের তাপ কিছুটা থাকলেও বিকেল গড়াতেই তা কমে আসে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমবে। সঙ্গে বাড়বে শীতের প্রকোপ। এ জেলায় ঠান্ডার কারণে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।

ভয়েস টিভি/এসএফ

You may also like