Home জাতীয় বিশ্বের শীর্ষস্থানীয় বন্দরের মধ্যে ৫৮তম চট্টগ্রাম

বিশ্বের শীর্ষস্থানীয় বন্দরের মধ্যে ৫৮তম চট্টগ্রাম

by Newsroom
শীর্ষস্থানীয় বন্দরের

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর রয়েছে নানা সীমাবদ্ধতা। তবুও আন্তর্জাতিক শিপিং জার্নাল লয়েড’স লিস্টে এক দশকে ৪১ ধাপ এগিয়ে গেছে বন্দরটি। পাশাপাশি গত একবছরে এগিয়েছে ছয় ধাপ। যার ফলে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ বন্দরের মধ্যে ৫৮তম স্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর।

তবে বন্দর কর্তৃপক্ষের টার্গেট আগামী তিন বছরের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ বন্দরের তালিকার ৫০ নম্বরে থাকবে চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, শনিবার রাতে প্রকাশিত লয়েড লিস্টের সর্বশেষ তালিকায় এ বন্দর গত বছরের তুলনায় ছয় ধাপ এগিয়েছে। একযুগ আগে ২০০৯ সালে ৯৮তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিলো চট্টগ্রাম বন্দর। সীমিত যন্ত্রপাতি এবং সীমাহীন সংকটের মাঝেও এ অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি, ইকোনোমেনিক এস্টাবেটিভি ও ইয়ার্ড ক্যাপাসিটি বৃদ্ধি করা, সেই সাথে নতুন স্থাপনা ও সুবিধা বৃদ্ধি করা, এগুলো কারণে ধাপটা বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ বছরের মধ্যে লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দরের নাম ৫০ নম্বরে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ।

২০১৯-২০ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের বিগত অর্থ বছরের তুলনায় সার্বিক প্রবৃদ্ধি ছিলো ৮ দশমিক ৩ শতাংশ। কিন্তু তারপরও বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, এখনো বন্দরে যন্ত্রপাতির পাশাপাশি প্রয়োজনীয় ইয়ার্ডের সংকট রয়ে গেছে। গত অর্থ বছরে বন্দরে পণ্য নিয়ে এসেছে ৩ হাজার ৭৬৪টি জাহাজ।

ভয়েস টিভি/টিআর

You may also like