Home খেলার খবর আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

by Imtiaz Ahmed

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর্দা উঠছে আগামীকাল থেকে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।

দ্বিতীয় ম্যাচে লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। এই টুর্নামেন্টের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। বাংলাদেশ টেলিভিশন ও টি-স্পোর্টস সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি।

গত মার্চে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল করোনাভাইরাসের জন্য। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরে ক্রিকেট। আর এবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু কাপ।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জৈব সুরক্ষা বলয়ে। সর্বমোট ৮০ জন ক্রিকেটার ও কর্মকর্তাসহ প্রায় ৩০০ জন এই জৈব সুরক্ষা বলয়ে থাকবেন।

এই প্রসঙ্গে বিসিবি পক্ষ থেকে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সামনে আমাদের আন্তর্জাতিক ম্যাচ আছে। এই টুর্নামেন্ট পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে। এখানে জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করা হয়েছে। আশা করি এই টুর্নামেন্টটি ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে সহায়তা করবে।’

এই আসরে শুধু স্থানীয় খেলোয়াড়রা অংশ নেবেন।

ভয়েস টিভি/আইএ

You may also like