শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে নামে হাজারো বাঙালি।
রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্ব বাংলা। যা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তৎকালীন পাকিস্তান শাসকগোষ্ঠী। নির্বিচারে গুলি চালায় আন্দোলনকারীদের মিছিলে। সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেক বীরের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ।
ভাষার জন্য প্রাণ দিয়েছেন এমন উদাহরণ বিশ্বে কেবল বাঙালিরই আছে। একুশে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।
ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের দেশে দেশে পালিত হয়।
প্রতিবছর ভাষার মাসের প্রথম দিনের বড় আকর্ষণ থাকে একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবার ভাষার মাসে বইমেলা হচ্ছে না। এ বছরের একুশে বইমেলা শুরু হবে আগামী ১৮ মার্চ। বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, ১৮ মার্চ বইমেলা শুরু হবে, শেষ হবে ১৪ এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হচ্ছে বইমেলা। পরিস্থিতির কারণে স্টল স্থাপনেও কিছুটা ভিন্নতা আসতে পারে। আবার না-ও পারে।
তিনি বলেন, আমরা মূলত অপেক্ষা করছি, করোনা পরিস্থিতি ভালো হওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতেই সবকিছু হবে।
এদিকে ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে বইমেলা শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ৩১ জানুয়ারি রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অমর একুশে উপলক্ষে অনলাইন গ্রন্থমেলা (boionlinebd.com) উদ্বোধন করেন। তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বইমেলা আয়োজন করায় আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
ভয়েসটিভি/এএস