Home অর্থনীতি পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার: অর্থমন্ত্রী

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার: অর্থমন্ত্রী

by Newsroom
শুল্ক কমানোর

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই শুল্ক প্রত্যাহার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত সার্কুলার জারি করবে।

২০ সেপ্টেম্বর রোববার এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার অর্থমন্ত্রী জানান, মানুষ ক্ষতিগ্রস্ত হোক, তা আমরা চাই না। পেঁয়াজের ওপর বিদ্যমান ৫ শতাংশ আমদানি শুল্ক তাই প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করব।

আরও পড়ুন: পেঁয়াজে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনাধীন: অর্থমন্ত্রী

এ বছর দেশে মোট উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ১৯ লাখ ১১ হাজার মেট্রিক টন। অথচ চাহিদা রয়েছে ২৪ থেকে ২৫ লাখ মেট্রিক টন। বাকি ৬ লাখ টন ঘাটতি মেটাতে ভারত থেকেই আমদানি করতে হয় পেঁয়াজ।

১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি সহজ করতেই শুল্ক প্রত্যাহারের এই উদ্যোগ নেয়া হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like