Home সারাদেশ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

by Newsroom

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী মতূর্জা সাথীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

৪ অক্টোবর রোববার সকালে উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মৃত্যুজনিত কারণে লালমনিরহাটের তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে করে ইউনিয়নগুলোতে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত ২৩ সেপ্টেম্বর হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৩ জন, গড্ডিমারী ইউনিয়নের ৭ জন ও কালীগঞ্জ উপজেলা দলগ্রাম ইউনিয়নের ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

৩ অক্টোবর শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখে হাতীবান্ধা উপজেলার দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। কিন্তু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলী মতূর্জা সাথী মনোনায়ন প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে থেকে যান।

ওই দিনই রাতে উপজেলা যুবলীগের  কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আলী মতূর্জা সাথীকে সাময়িক বহিস্কার করা হয়।

 

ভয়েস টিভি/এমএইচ

You may also like