Home বিশ্ব কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ

by Shohag Ferdaus
শেখ নওয়াফ

কুয়েতের নতুন আমির হিসেবে মনোনীত হয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। ৩০ সেপ্টেম্বর বুধবার তিনি তেলসমৃদ্ধ দেশটির নতুন আমির মনোনীত হয়েছেন।

দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

শেখ নওয়াফ সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর স্থলাভিষিক্ত হলেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যু হয়।

২০০৬ সালে কুয়েতের তৎকালীন আমির শেখ সাদ আল-আবদুল্লাহর পদত্যাগের পর জানুয়ারিতে ক্ষমতায় এসেছিলেন শেখ সাবাহ। ওই বছরই শেখ সাবাহ আমির হন। তখন প্রিন্স হন নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

১৪ বছর পর তার শাসনের অবসান হওয়ায় ৮৩ বছর বয়সী নওয়াফ নতুন আমির হলেন।

আরও পড়ুন: কুয়েতের আমিরের বিদায়

কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের ভান্ডার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদেশ। দেশটির ৪৮ লাখ জনসংখ্যার মধ্যে ৩৪ লাখই বিদেশি।

গত ২৬০ বছর ধরে কুয়েত শাসন করছে সাবাহ পরিবার। দেশটির রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন আমিরই। পার্লামেন্ট বাতিল করা কিংবা ভেঙে দিয়ে নির্বাচন ডাকার ক্ষমতাও আমিরের হাতে।

ভয়েস টিভি/এসএফ

You may also like