Home জাতীয় শেখ হাসিনাকে ফোন করলেন ইমরান খান

শেখ হাসিনাকে ফোন করলেন ইমরান খান

by Amir Shohel

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনা মহামারি ও বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

২২ জুলাই বুধবার বেলা ১টায় শেখ হাসিনাকে টেলিফোন করেন ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দুই নেতা টেলিফোনে ১৫ মিনিট আলাপ করেন। এসময় তারা করোনা মহামারি ও বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বিজ্ঞপ্তিতে ইহসানুল করিম বলেন, টেলিফোনে কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে করোনা মহামারি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান।

উত্তরে শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি সংকট মোকাবিলা এবং চিকিৎসাক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন।

এছাড়া ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতির কথা জানতে চান। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বিভিন্ন জেলার বন্যার সার্বিক পরিস্থিতি এবং এটি মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিনিধি/এএস

You may also like