Home সারাদেশ শেরপুরের গারো পাহাড়ে বন্য শূকরের উপদ্রব

শেরপুরের গারো পাহাড়ে বন্য শূকরের উপদ্রব

by Newsroom

শেরপুর প্রতিনিধি: করোনার ভাইরাস সংক্রমণের আশংকায় শেরপুরের গারো পাহাড়ে এখন নেই কোনো মানুষের কোলাহল। প্রকৃতি নিজ রূপে ফিরে আসায় দেখা মিলছে বিভিন্ন বন্য প্রাণী। এসব প্রাণীই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পাহাড়ে বসবাসকারীদের জন্য। এরইমধ্যেৌ বন্যশূকরের আক্রমণে মারা গেছে এক নারী। আহত হয়েছে অনেকে।

করোনা সংক্রমণ প্রতিরোধে ১ এপ্রিল গারো পাহাড়ের গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্কসহ সবকটি পর্যটন কেন্দ্রে সাধারন মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। গারো পাহাড়ে মানুষের আনাগোনা না থাকায় আসতে শুরু করেছে হাতি, শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী।

এসব প্রাণীদের মধ্যে এখন এক আতঙ্কের নাম বন্য শূকর। স্থানীয়দের অভিযোগ, জীবিকার তাগিদে পাহাড়ে কাঠ সংগ্রহ ও গরু নিয়ে গেলে বন্য শূকরের আক্রমণের শিকার হচ্ছে তারা। তবে স্থানীয়দের এসব প্রাণীদের ওপর ক্ষিপ্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম।

এরিমধ্যে জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা ও মধুটিলা ইকোপার্ক এলাকায় বন্য শূকরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে ছয়জন।

You may also like