Home সারাদেশ বিজিবির ফায়ারিংয়ে দেশ সেরা শেরপুরের হাসিনা

বিজিবির ফায়ারিংয়ে দেশ সেরা শেরপুরের হাসিনা

by Newsroom
শেরপুরের হাসিনা

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন সৈনিকদের ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণে (১৪ জুন থেকে ৫ ডিসেম্বর) অস্ত্র চালনা বা ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌবর অর্জন করেছেন শেরপুরের হাসিনা আক্তার বিথী। ফায়ারিংয়ে প্রথম হওয়ায় তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ ডিসেম্বর শনিবার চট্টগগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অনুষ্ঠানে বক্তব্যর সময় প্রধানমন্ত্রী তাকে এ শুভেচ্ছা জানান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মেয়েরাও ভালো কাজ করছে। তার নামের সাথে আমার নাম মিল রয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ শুভেচ্ছা পাওয়ার পর বিথি বলেন, প্রধানমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানানোয় আমার ভালো লাগছে। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি আমাকে শ্রেষ্ঠ ফায়ারিং হিসাবে পুরস্কার তুলে দিয়েছেন, এতে আমি আনন্দিত।করোনা না থাকলে হয়তো প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে আমার হাতে পুরস্কার তুলে দিতেন। আরো ভালো কাজ করে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে চাই।

তিনি বলেন, আমার বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি বিজিবিতে যোগ দিয়েছি। মনে আনন্দ রেখে আমি কাজ করছি। দেশের সীমান্ত রক্ষায় আমি কাজ করবো।

স্থানীয়রা জানায়, বিথী ২০০১ সালের উপজেলার হুজুরীকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পরিবারে বাবা-মাসহ এক ভাই ও এক বোন রয়েছেন। সে ২০১৭ সালে চরমধুয়া আদর্শ বিদ্যা নিকেতন থেকে এসএসসি পরীক্ষায় মানবিক শাখায় অংশ গ্রহন করে এবং চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি মানবিক শাখা হতে পরীক্ষায় উত্তীর্ণ হয়।

গত ১৪ জুন বর্ডার গার্ড ট্রেনং সেন্টার অ্যান্ড কলেজে ৯৫তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি)ত প্রশিক্ষণ নেয়া মোট ৭৯১ জন রিক্রুটের মধ্যে ৫৯০ জন পুরুষ ও ২০১ জন নারী। বিজিটিসিঅ্যান্ডসি ছাড়াও আরও ছয়টি প্রশিক্ষণ ভেন্যুতে ৯৫তম রিক্রুট ব্যাচের এক হাজার ৭৩৩ জন রিক্রুটসহ সর্বমোট দুই হাজার ৫২৪ জন রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আনুষ্ঠানিক শপথগ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like