Home সারাদেশ শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

by Shohag Ferdaus
কাভার্ড ভ্যানে

শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। ৩১ জানুয়ারি রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জেলার বাজিতখিলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এ ঘটনায় আহত আরও ৩ জনকে হাসপাতালে নেয়া হলে এর মধ্যে একজনের মৃত্যু হয়।

আহত বাকি দুইজনের অবস্থাও আমঙ্কাজনক।

শেরপুর সদর থানার ওসি আবদুল আল মামুন জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। এসময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like