Home সারাদেশ শেরপুরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ

শেরপুরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ

by Newsroom

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ব্যঙ্গচিত্র ও কটূক্তির প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন করা হয়েছে।

২ নভেম্বর সোমবার সকাল ১০টায় ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি করা হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এতে বক্তব্য দেন, ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মুফতি খালিছুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় বিক্ষোভকারীরা ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, ফরাসি দূতাবাস বন্ধ করা, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো ও ফ্রান্সের পণ্য বয়কট করার দাবি জানান।

ভয়েস টিভি/এমএইচ

You may also like