Home সারাদেশ শেরপুর সীমান্তে অকেজো হাতি তাড়ানোর প্রকল্প

শেরপুর সীমান্তে অকেজো হাতি তাড়ানোর প্রকল্প

by Newsroom
হাতি সম্পর্কে

শেরপুর প্রতিনিধি: শেরপুর সীমান্তে অকেজো হয়ে পড়ে আছে হাতি তাড়ানোর জন্য প্রায় কোটি টাকা খরচ করে তৈরি দেশের প্রথম বৈদ্যুতিক বেড়া স্থাপন প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে তদারকি করার জন্য কোনো কর্মকর্তা বা কর্মচারি না থাকায় কোন কাজেই আসছে না এই বেড়া। তাই হাতির আক্রমণের শংকায় রাত কাটায় লাখো মানুষ। এদিকে বাজেটে বরাদ্দ পেলেই লোকবল নিয়োগসহ দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস বনবিভাগের। ।

শেরপুর সীমান্তের কাছে শ্রীবরদী, নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার বির্স্তীণ এলাকাজুড়ে গারো পাহাড়। এ পাহাড়িদের প্রধান সমস্যা, ভারতীয় বন্য হাতির আক্রমণ। হাতির উপদ্রুব থেকে বাঁচতে ২০১৭ সালে ভারত, নেপাল, শ্রীলংকা ও আফ্রিকার দেশগুলোর মতো বিশ্বব্যাংকের সহায়তায় ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্তের ১৩ কিলোমিটার জুড়ে বেড়া তৈরি করে বনবিভাগ। আর এই বেড়ার তারে সংযোগ দেয়া হয় সৌরবিদ্যুতের।

প্রথমদিকে কাজে আসলেও তদারকি না করায় অকেজো হয়ে আছে সোলার ফেন্সিং। সম্প্রতি আবারো হাতির তাণ্ডব শুরু হয়েছে সীমান্তে। তাই এ মৌসুমেই বেড়া ঠিক করার দাবি স্থানীয়দের। সোলার ফেন্সিং অকেজো হয়ে থাকার কথা স্বীকার করেছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বাজেটে বরাদ্দ পেলে শিগগির কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রশান্ত কুমারের। শেরপুর সীমান্তে হাতি তাড়াতে গিয়ে এ পর্যন্ত মারা গেছে ৫২জন, আর মারা পড়েছে ৯টি হাতি।

রিপোর্ট: নাঈম ইসলাম
এডিট: সাজিয়া আক্তার

You may also like