Home সারাদেশ বরগুনায় বীরঙ্গনাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

বরগুনায় বীরঙ্গনাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

by Newsroom

বরগুনার পাথরঘাটায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পারুল রানীকে (৯০) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পাথরঘাটা থানা পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বীরাঙ্গনা পারুল রানী। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী মনোহর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা।

১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা পারুল রানীর স্বামী মনোহর মিস্ত্রী, তাঁর ভাই কর্ণধর মিস্ত্রী ও তাঁদের প্রতিবেশী মতিউর রহমানকে গুলি করে হত্যা করে। এছাড়া পাকবাহিনী তাঁদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

তাঁর ছেলে মনমথ মিস্ত্রী মুক্তিযুদ্ধে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। ২০১৮ সালে ২৫ নভেম্বর বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে পারুল রানী ভাতাপ্রাপ্ত হন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like