Home অর্থনীতি শেয়ারবাজারে উল্লম্ফন

শেয়ারবাজারে উল্লম্ফন

by Shohag Ferdaus
শেয়ার বাজারের

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মূল্য সূচকের উল্লম্ফন দেখা দিয়েছে। লেনদেন শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৫০ পয়েন্টের ওপরে বেড়ে গেছে। সেই সঙ্গে লেনদেনের গতিও রয়েছে বেশ ভালো অবস্থানে।

টানা বন্ধের পর শেয়ারবাজার চালু হলে প্রথমদিকে লেনদেন খরা দেখা দেয়। তবে দায়িত্ব নিয়ে বিএসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন। যার ইতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারে।

এ পরিস্থিতিতে গতকাল শনিবার এক ভার্চুয়াল আলোচনায় শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বেশকিছু কড়া বার্তা দেন বিএসইসি চেয়ারম্যান।

তিনি বলেন, ‘যেসব পরিচালকের এককভাবে দুই শতাংশ শেয়ার নেই তাদের পরিচালক পদ ছাড়তেই হবে। শেয়ার ধারণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বিএসইসি থেকে চিঠি দিয়ে ওই পরিচালকদের পদ খালি করা হবে। যদি কোনো কোম্পানি এটা না করে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে পর্ষদ ভেঙে দেয়া হবে।’

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৮৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

ভয়েস টিভি/এসএফ

You may also like