Home সারাদেশ শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

by Shohag Ferdaus
শৈত্যপ্রবাহে

পঞ্চগড়ে দিনদিন কমছে তাপমাত্রা বাড়ছে শীত। গত ৬ দিনে ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। কখনো মৃদু কখনো মাঝারি ধরনের শৈতপ্রবাহ বইছে হিমালয় ঘেঁষা পঞ্চগড়ে। এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের মাত্রা।

অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসের কারণে জেঁকে বসেছে শীত। এর ফলে জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। জেলা শহরেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আর দরিদ্র শীতার্ত মানুষেরা খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

২০ ডিসেম্বর রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সাহ্ জানান, ক্রমেই গত ৬ দিন ধরে তাপমাত্রা নীচের দিকে নেমে যাচ্ছে। গতকাল শনিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভয়েস টিভি/এসএফ

You may also like