Home সারাদেশ টাঙ্গাইলে শ্বশুর বাড়ি বেড়াতে আসা বরের অর্থদণ্ড

টাঙ্গাইলে শ্বশুর বাড়ি বেড়াতে আসা বরের অর্থদণ্ড

by Newsroom

টাঙ্গাইলের বাসাইলে বিয়ের পর বউ নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে (ফিরানি) গিয়ে ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে বর আসাদুল ইসলামকে। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অর্থদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম (২২) জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে। ৮ নভেম্বর রোববার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে ও অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে তার বিয়ে হয়।

জানা গেছে, রোববার এ বিয়ে অনুষ্ঠিত হয়। এর পরদিন বিয়ের অনুষ্ঠানিকতা হিসেবে সোমবার শ্বশুর বাড়িতে বিয়ের ফিরানিতে আসে বর ও কনে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন। পরে বরকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন: রংপুরে বাসায় ঢুকে জ্যেষ্ঠ আইনজীবীকে খুন করলো দুর্বৃত্তরা

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়েছে এমন খবরে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে সেখান থেকে বরকে আটক করা হয়।

সম্প্রতি একই উপজেলার ফুলকি পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের প্রবাস ফেরত ৩৪ বছর বয়সী ছেলের রাজিব খানের সঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রী নূর নাহারের (১৪) বিয়ে হয়। বাল্যবিয়ের শিকার নাহার মাত্র ৩৪ দিনের মাথায় মৃত্যুবরণ করে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like