Home সারাদেশ করোনায় স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পরেই শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যু

করোনায় স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পরেই শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যু

by Newsroom
শ্বাসকষ্টে

করোনা আক্রান্ত স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর শ্বাসকষ্টে মারা গেলেন স্ত্রীও। ৯ ডিসেম্বর বুধবার শেরপুর শহরের মাধবপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। কিডনী ও শ্বাসকষ্ট জটিলতায় গত ২৮ নভেম্বর রাজধানী ঢাকার কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন ব্যবসায়ী রফিকুর রহমান (৬৩)।

পরে তার করোনা শনাক্ত (কভিড-১৯) হলে কুমিটোলা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে ৯ ডিসেম্বর বুধবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে। এনিয়ে জেলায় করোনায় ১২জনের মৃত্যু হলো।

এদিকে শ্বাসকষ্টে জটিলতায় গত ৪ দিন ধরে রফিকুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুন (৫২) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার করোন পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তার অবস্থার অবনতি হলে সকাল ১০টার দিকে জেলা হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার জন্য তাকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। এসময় স্বামীর মৃত্যুর সংবাদ তাকে জানানো না হলেও অ্যাম্বুলেন্স উঠানোর পরই তার মৃত্যু হয়।

আরও পড়ুন- স্বামীর সাথে বেড়াতে না নেয়ায় স্ত্রীর ‘আত্মহত্যা’ 

রাতে শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠ নামাজে জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে দু’জনের লাশ দাফন করা হবে বলে জানিয়েছে তাদের পরিবার।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like