Home বিনোদন ‘সিনেবাজ’ অ্যাপসের ওয়েব সিরিজের অভিনয়ে শ্যামল মাওলা

‘সিনেবাজ’ অ্যাপসের ওয়েব সিরিজের অভিনয়ে শ্যামল মাওলা

by Newsroom
শ্যামল মাওলা

ঢাকা : দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অ্যাপস সিনেবাজের জন্য ওয়বে সিরিজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা ।

জনপ্রিয় এ অভিনেতা খুব শিগগির এই ওয়েব সিরিজের কাজ শুরু করবেন বলে জানান। তিনি এরইমধ্যে বড় পর্দায় এনকাউন্টর চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন । এর আগে তাকে ‘গেরিলা’ চলচ্চিত্রে বিশেষ চরিত্রে দেখা গেছে।

এদিকে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিয়ে নির্মিত ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের পোস্টার রিলিজ করা হয়েছে। গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিএফডিসিতে চলচ্চিত্রটির টিজার ও অফিসিয়াল পোস্টার রিলিজের পরপরই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই ধারাবাহিকতায় ‘সিনেবাজ’ এর ওয়েব সিরিজটিতেও দর্শকদের জন্য চমক থাকবে বলে জানান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান।

ভয়েস টিভি/বিনোদন প্রতিবেদক/ডিএইচ

You may also like