Home খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে জাতীয় ক্রিকেট দল

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে জাতীয় ক্রিকেট দল

by Imtiaz Ahmed

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সোমবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খেলোয়াড়, কোচিং স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ ৪১ জনের বহর নিয়ে একটি চাটার্ড বিমানে বেলা সাড়ে ১২টার দিকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দেয় দল।

কলম্বোতে পৌঁছার পর বাংলাদেশ দলকে নিয়ে যাওয়া হবে নিগোম্বোতে। সেখানে তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশ ছাড়ার আগে আশাবাদের কথা শুনিয়ে যান অধিনায়ক মুমিনুল হক।

গতকাল রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘ম্যাচের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেশন যদি ভালো খেলতে পারি তাহলে শ্রীলঙ্কায় সাফল্য পাওয়া সম্ভব। তবে শ্রীলঙ্কা সবসময়ই তাদের মাটিতে শক্তিশালী দল। আমাদের জন্য কাজটা সহজ হবে না। অনেক চ্যালেঞ্জিং হবে। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘আমি বলব না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। গত কয়েক টেস্টে আমরা আশানুরূপ ব্যাটিং করতে পারিনি। তাই শ্রীলঙ্কায় রান করা খুব গুরুত্বপূর্ণ হবে।’

আগামী ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ভয়েস টিভি/আইএ

You may also like