Home খেলার খবর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

by Newsroom
শ্রীলঙ্কা সফরে

করোনা পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু অনেক জলঘোলার পর শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

২৮ সেপ্টেম্বর সোমবার মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয় নিশ্চিত করেন তিনি।

নাজমুল হাসান পাপন জানান, সফরের নতুন সূচির জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের শর্ত মেনে সফর সম্ভব না, সেটা বলে দিয়েছি। তাদের বলেছি যখন এমন শর্ত মানার মতো পরিস্থিতি থাকবে না তখন আমরা খেলতে যাবো।

তিনটি টেস্ট খেলার জন্য গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। তবে সেই সময়ে মহামারী করোনার কারণে সম্ভব ছিলোনা। তবে শ্রীলঙ্কা করোনা মোকাবেলায় অনেকটা সক্ষম হওয়ায় দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর নিমিত্তে বাংলাদেশকে ফের সফরের প্রস্তাব করে।

তবে নানা শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পরে বিসিবি জানায়, লঙ্কা বোর্ডের দেওয়া শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে তারা দল পাঠাবে না। এরপরই এ সফর নিয়ে দেখা দেয় অনিশ্চয়তার।

শ্রীলঙ্কা শর্তগুলোর মধ্যে ছিল, ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেল কক্ষ ত্যাগ করা যাবে না। খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না।

কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াও শর্ত ছিল সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেওয়া যাবে না।

এই সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল।

ভয়েস টিভি/টিআর

You may also like