Home খেলার খবর অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

by Newsroom
শ্রীলঙ্কা সফর স্থগিত

করোনার কারণে লঙ্কা সফর নিয়ে প্রথম থেকেই ছিলো ধোয়াশা। অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে।

শ্রীলঙ্কান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

গতকাল শ্রীলঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাশলে ডি সিলভা বলেন, শ্রীলংকান সরকারের নির্ধারিত শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না।

এদিকে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন বলে জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী। আজ জানা গেল এই সফর স্থগিতের খবর।

আরও পড়ুন-ঝুলে গেছে টাইগারদের শ্রীলঙ্কা সফর

এদিকে নভেম্বরের পর কোয়ারেন্টিনের নিয়মে পরিবর্তন আনার কথা লঙ্কান প্রশাসনের। তাই তার পরেই চলে যেতে পারে এলপিএলের ফিকশ্চার।

সেই সুযোগটা কাজে লাগানোর কথা ভাবছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও। এই পরিকল্পনা এগোলে নভেম্বরে টাইগারদের লঙ্কা সফর হওয়ারও কথা শুনা যায়।

ভয়েস টিভি/টিআর

You may also like