Home খেলার খবর ঝুলে গেছে টাইগারদের শ্রীলঙ্কা সফর

ঝুলে গেছে টাইগারদের শ্রীলঙ্কা সফর

by Newsroom
শ্রীলঙ্কা সফর

করোনা বিরতির পর ২৩ অক্টোবর টাইগারদের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর কথা শ্রীলঙ্কায়। আর সিরিজের প্রায় এক মাস আগে ২৭শে সেপ্টেম্বর লঙ্কা যাওয়ারও কথা রয়েছে।

এসব নিয়ে চলছে চিঠি আদান প্রদান। কিন্তু কোয়ারেন্টিন বিষয়ে এখনো দুই দেশের বোর্ড সমাধানে আসতে পারেনি। বাংলাদেশ চাইছে শ্রীলঙ্কা পৌঁছে করোনা পরীক্ষা করে যারা নেগেটিভ হবে তাদের নিয়ে অনুশীলনে নেমে পড়তে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাতে সায় দিলেও তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে কোনোভাবেই রাজি করাতে পারেনি। ব্যর্থ হয়ে শ্রীলঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কঠোর অবস্থানের কথা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে এসএলসি।

এমতাবস্থায় সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। জানা গেছে, তাদের চিঠির জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ আলোচনা করে আরেকটি চিঠি পাঠাবে। তাদের উত্তরের ওপর নির্ভর করে নিশ্চিত হবে এই সিরিজের ভবিষ্যৎ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, আমরা সোমবার আলোচনায় বসবো। ওদের চিঠিতে যে যে বিষয়গুলো আছে তা নিয়ে আলোচনা করে আমরা আরেকটি চিঠি পাঠাবো। ওরা উত্তর দিলে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তী করণীয় নিয়ে।

অন্যদিকে ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে নিয়ে সফর সম্ভব কিনা তা নিয়ে সরাসরি কোনো উত্তর দিতে রাজি হননি আকরাম খান।

জনা গেছে, এরইমধ্যে সব ক্রিকেটার, কোচ ও স্টাফদের প্রথম দফায় করোনা টেস্ট করিয়েছে বিসিবি। এরপর আরো তিনবার দেশেই টেস্ট করানো হবে। সর্বশেষ টেস্ট হবে দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে। সেখান থেকে সরাসরি চলে যাবেন লঙ্কা সফরে।

তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এমন টালবাহানায় বেশ বিরক্ত বিসিবি’র কর্তারা। তাই আজকের চিঠির ওপরই হয়তো নিশ্চিত হয়ে যাবে এই সিরিজের ভাগ্য।

ভয়েস টিভি/টিআর

You may also like