Home রাজনীতি চাঁদপুরের সেরা করদাতা চেয়ারম্যান সেলিম খান

চাঁদপুরের সেরা করদাতা চেয়ারম্যান সেলিম খান

by Newsroom
শ্রেষ্ঠ করদাতা

চাঁদপুর জেলার সেরা করদাতাদের একজন মোঃ সেলিম খান। ৮ ফেব্রুয়ারি সোমবার কুমিল্লা কর অঞ্চল থেকে প্রকাশিত করদাতাদের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

মোঃ সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের এক দশকের সফল চেয়ারম্যান ও ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি। একই সঙ্গে তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার।

গত ৩ ফেব্রুয়ারি চলচ্চিত্র অঙ্গনের এই প্রখ্যাত প্রযোজক ও পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সেলিম খানকে ওই ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করে।

এর পরদিন ৩১ জানুয়ারি তিনি ঢাকা থেকে এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীসহ হাজারও জনতা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সেদিন সেলিম খান এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  সেলিম খান। শেষ মুহূর্তে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যায়।

মোঃ সেলিম খান জানান, ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে বিএনপির দাপুটে নেতা ও একাধিকবারের চেয়ারম্যানকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন তিনি।

এছাড়া সেলিম খান দেশের খ্যাতনামা প্রযোজক হিসেবে বিগ বাজেটের বেশকিছু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। একই সঙ্গে শাপলা মিডিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।

‘আগস্ট ১৯৭৫’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র দুটি ইতিহাস ও বঙ্গবন্ধুর স্মৃতির আলোকে নির্মাণ করা হয়েছে। যা এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র। ২০১৭ সাল থেকে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে চলা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত একটি নাম।

মহামারি করোনায় যখন চারদিকে লকডাউন এবং প্রতিদিনই বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। তখন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনেও নতুন চলচ্চিত্র নির্মাণে প্রযোজক শূন্য হয়ে পড়ায় নিদারুণ কষ্টে পড়ে অসংখ্য শিল্পী-কলাকুশলী। তখন প্রযোজক সমিতিতে ছয়টি চলচ্চিত্রের নাম এন্ট্রি করে শুটিং এর ধারাবাহিকতা ধরে রাখে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

সারাদেশের হলগুলো (প্রেক্ষাগৃহ) সক্রিয় করার জন্যে সরব ছিলেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে সবসময়ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পাশে দাঁড়িয়েছেন এই প্রযোজক ও পরিচলক।

ভয়েস টিভি/ডিএইচ/এসএফ

You may also like