Home বিনোদন সংগীতশিল্পী নকীব খান করোনায় আক্রান্ত

সংগীতশিল্পী নকীব খান করোনায় আক্রান্ত

by Shohag Ferdaus
নকীব খান

সংগীতশিল্পী নকীব খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দেশের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং পপ ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৪ নভেম্বর শনিবার গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দিন ধরে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন নকীব খান। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন এবং ১২ নভেম্বর রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। তিনি তার বাসায় আইসোলেশনে রয়েছেন।

আইকনিক বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে বিবেচিত নকীব খান ১৯৮৫ সালে রেনেসাঁ প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি অন্য আইকনিক বাংলাদেশি ব্যান্ড সোলসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’ (সোলস), আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ আরও অনেক।

ভয়েস টিভি/এসএফ

You may also like