Home বিনোদন করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

by Shohag Ferdaus
সেলিম খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান। টানা ছয় দিনের লড়াই শেষে করোনার কাছে হার মেনে আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান।

তিনি জানান, করোনা আক্রান্ত হলে তাকে ৪ ডিসেম্বর রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু অবশেষে চলেই গেলেন তিনি।

রবিন ইমরান আরও জানান, বাদ আসর লক্ষ্মীবাজার সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্থানে দাফন করা হবে সেলিম খানকে।

৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী তথা বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। এই প্রতিষ্ঠানে সেলিম খানের হাত ধরে অনেক জনপ্রিয় শিল্পীর উত্থান হয়েছে।

আরও পড়ুন: এবার শাপলা মিডিয়ার চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই

ভয়েস টিভি/এসএফ

You may also like