Home সারাদেশ টাঙ্গাই‌লে ক‌লেজ ছাত্রী‌কে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

টাঙ্গাই‌লে ক‌লেজ ছাত্রী‌কে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

by Newsroom
কিশোরীকে

টাঙ্গাইলের গোপালপুরে এক ক‌লেজ ছাত্রী‌কে জোরপূর্বক তু‌লে নি‌য়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ১৯ অ‌ক্টোবর সোমবার  সন্ধ‌্যার দি‌কে উপজেলার নুটুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্ত‌ভো‌গী ছাত্রী জানায়, ১৯ অ‌ক্টোবর সোমবার সন্ধ‌্যার দি‌কে উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। পূর্বমোহনপুর ও নুটুর চর এলাকার একটি ব্রীজের কাছে পৌঁছালে পার্শ্ববতী কাগুজী আটা গ্রামের সাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে।

সেখান থেকে ওই ছাত্রীকে নৌকায় জোরপূর্বক তুলে একটি চরের পরিত্যাক্ত বাড়িতে নিয়ে রাতভর তারা পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরদিন ভোরে নদীর পাড়ে তাকে ফেলে রেখে যায়। আহতাবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে জানা‌লে ২০ অ‌ক্টোবর মঙ্গলবার দুপু‌রে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ধর্ষক‌দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী।

আরও পড়ুন: কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চি‌কিৎসক মো. কামরুজ্জামান জানান, আহতাবস্থায় ওই ছাত্রী‌কে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরী‌রের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গোপালপুর থানার অ‌ফিসার ইনচার্জ মোশারফ হো‌সেন জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিষয়টি শুনেছি। ত‌বে এখনও কেউ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌নি। তারপরও খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব‌্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like