Home সারাদেশ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

by Shohag Ferdaus
সংঘবদ্ধ

ভোলার মনপুরায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৫)। এ ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাকিল, করিম ও যুবায়ের। তিন জনেরই বাড়ি উপজেলার কুলাগাজীর তালুক গ্রামে।

এর আগে ৭ সেপ্টম্বর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই কিশোরী। শুক্রবার মামলা দায়েরের পর পুলিশ চার আসামীর মধ্যে তিন জনকে গ্রেফতার করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, কিছুদিন পূর্বে ঢাকার কেরানীগঞ্জের আমিন পাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী ভোলার মনপুরার আন্দিরপাড় খালার বাড়িতে বেড়াতে আসেন। গত ৭ সেপ্টম্বর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা চার যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে তারা একটি স্কুল ভবনের ভেতরে রাতভর ধর্ষণ করে চলে যায়। এ ঘটনায় চার জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে। বাকি আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like