Home সারাদেশ দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

by Newsroom
সুনামগঞ্জে

সুনামগঞ্জের দিরাইয়ে সম্পত্তি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার মধুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নূর আলম কামালপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তবে আহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, কামালপুর গ্রামের লিটন চৌধুরী ও জাহিদ চৌধুরীর দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে জাহিদ চৌধুরীর লোকজন লাঠিসোটাসহ দেশিয় অস্র নিয়ে লিটন চৌধুরীর লোকজনের উপরে হামলা করলে নূর আলম ঘটনাস্থলে মারা যান।

এসময় উভয় পক্ষের আহত ২০ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী হাসপালে প্রেরণ করা হয়। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। তবে থানায় কেউ এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like