Home অফবিট ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

by Newsroom
সংঘর্ষে নিহত

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ট্রেন ও প্রাইভেট কার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।

নিহতদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও একজন শিশু কন্যা রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা হলেন নড়াইলের বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক, তার বন্ধু আশরাফুল, তাদের একজনের স্ত্রী এবং সাত বছরের এক শিশু। অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতদের বিস্তারিত পরিচয় জানতে নড়াইলে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে বাকি পরিচয় জানা যাবে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায় ‘ভৈরব ব্রিজ থেকে একটি প্রাইভেটকার যশোর-খুলনা মহাসড়কের দিকে যাওয়ার সময় খুলনাগামী ট্রেন মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় দু’জন। আহত অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর এক শিশু ও অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।

ভয়েস টিভি/ডিএইচ

 

You may also like