Home ভিডিও সংবাদ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

by Shohag Ferdaus
ফেনীতে

শেরপুরের নকলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে শেরপুরের নালিতাবাড়ী থেকে নকলায় বেড়াতে যায় আনন্দ ও সুজন। এসময় মোটরসাইকেলটি শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আনন্দ মারা যান। এসময় গুরুতর আহত অন্যজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ওই ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহত আনন্দ নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে ও আহত সুজন একই এলাকার শাহজাহানের ছেলে।

ভয়েস টিভি/এসএফ

You may also like