Home সারাদেশ কালীগঞ্জে নিরাপত্তার দাবিতে কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন

কালীগঞ্জে নিরাপত্তার দাবিতে কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন

by Newsroom

লালমনিরহাট প্রতিনিধি
প্রাণনাশের হুমকীর প্রতিবাদে ও নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাটের কালীগঞ্জের কলেজ শিক্ষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

তিনি কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত বজলে রহমান মুসতাযীরের মেয়ে এবং স্থানীয় উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগে প্রভাষক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ২০০৫ সালে বিশাল সম্পত্তি রেখে মারা যান। এ সম্পদের একমাত্র উত্তারাধিকার হিসেবে খোঁজ খবর নিতে গিয়ে প্রতিবেশী কয়েকজন প্রভাবশালী আমার ও আমার বৃদ্ধা মায়ের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন।

তারা নিজেরা আঘাত না করে গ্রামের দুস্থদের লেলিয়ে দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী ও এলাকা থেকে সড়ে যাওয়ার হুমকী দিচ্ছে। এমনকি তারা আমাদের বাড়ির কাজের মেয়ে ও দারোয়ানকেও নানান ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

তিনি আরো বলেন, গত ৯ সেপ্টেম্বর প্রতিবেশীরা আমার বাড়ির কাজের মেয়ে রোকসানাকে মারপিট ও শ্লীলতাহানি করে। এ ঘটনায় আমি বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে পরদিন একটি মামলা দায়ের করি। সেই মামলায় হাজিরা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খলিল নামে একজন আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মারা যান।

এর সুযোগ নিয়ে প্রভাবশালীরা আমাকে হেয় করতে নিহত খলিলের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় সময় আমাকে পথরোধ করে মামলাটি তুলে নেয়ার হুমকি দিচ্ছে কতিপয় অপরিচিত সন্ত্রাসী। এ বিষয়ে বিচার চাইতে থানায় গেলেও আমার অভিযোগ নেয়া হচ্ছে না। বর্তমানে মা মেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ন্যায় বিচারসহ জানমালের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে তার বৃদ্ধা মা আমেনা শিরীন মুসতাযীর এবং প্রতিবেশী আত্নীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like