Home সারাদেশ সাড়ে চারশ’ বাড়িতে বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ!

সাড়ে চারশ’ বাড়িতে বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ!

by Shohag Ferdaus
সংযোগ

বিদ্যুতের খুঁটিবিহীন শত শত বাড়িতে সংযোগ, মাস ঘুরলেই বিল। কে দিলো সংযোগ আর কে নেয় বিল? এনিয়ে প্রশ্ন উঠলেও দায় নিতে চায় না কেউ। বরং ‘কর্তৃপক্ষের অনুমতি নেই’ এই দোহাই এখন রংপুর পিডিবি অফিসে। অথচ অসাধু কর্মকর্তারা বাঁশের খুঁটিতে সংযোগ দিয়ে কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। রংপুর নগরভবন থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার অদূরে খটখটিয়া এলাকা। আর সেই এলাকার মানুষকে ঝুঁকিতে ফেলে দুর্নীতিতে জড়িয়েছেন পিডিবির কর্মকর্তারা।

সেখানে কমপক্ষে চারশ’ বাড়িতে বাঁশের খুঁটিতে দেয়া হয়েছে সংযোগ।ট্রান্সমিটারবিহীন সংযোগ হওয়ায় লো-ভোল্টেজে ঘুরছে না ফ্যান, নষ্ট হচ্ছে ফ্রিজসহ বৈদ্যুতিক সরঞ্জাম। সেখানে বিদ্যুতের তার এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়রা বলছেন, মোটা অংকের ঘুষের বিনিময়ে বাসা-বাড়িতে বিদ্যুৎ দেয়ায় ঝুঁকি বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় না নেয়ায় একজনের মৃত্যু ছাড়াও দুর্ঘটনা বাড়ছেই। বিপজ্জনক অবস্থায় ঝুলে আছে তারগুলো।

এসব বিদ্যুৎ দিলো ক? এমন প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষের অনুমতি নেই এই দোহাই দিয়ে কথা বলতে চায় না সংশ্লিষ্ট দপ্তর। তবে সমন্বয় না থাকায় ক্ষোভ প্রকাশ করেন খোদ সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

ক্যামেরার সামনে কথা না বললেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দায় চাপাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প পরিচালকের ওপর। তাদের অবহেলায় সেখানে খুঁটিবিহীন সংযোগ দেয়া হয়েছে বলে মনে করেন তারা।

ভয়েস টিভি/এসএফ

You may also like