Home জাতীয় সংসদ চত্বরে এমপিদের বৃক্ষরোপণ কর্মসূচী

সংসদ চত্বরে এমপিদের বৃক্ষরোপণ কর্মসূচী

by Newsroom

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এসময় বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান, নুরুন্নবী চৌধুরী এমপি, মনজুর হোসেন এমপি, পংকজ নাথ এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানও বৃক্ষরোপণ করেন।

১৫ অক্টোবর বৃহস্পতিবার জন্মশতবার্ষিকীতে ১ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে তারা এ কর্মসূচী পালন করেন। এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী মুজিববর্ষে ১ কোটি গাছের চারারোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক সংসদ সদস্য কর্তৃক গাছ লাগানো হচ্ছে। এটি সব মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like