Home সারাদেশ সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি

সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি

by Amir Shohel

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

এর আগে, তিনি নির্যাতিত ওই গৃহবধূ ও তার স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে নির্যাতন করা সেই টিনের ঘর পরিদর্শন করেন।

পরে ডিআইজি সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন- আরও কয়েকবার ওই গৃহবধূকে ধর্ষণ করেছিল দেলোয়ার

এসময় তিনি আরও বলেন, নোয়াখালীতে দেলোয়ার বাহিনীর মতো যেসব বাহিনী আছে সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ডিআইজি আনোয়ার হোসেন ৬ অক্টোবর মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় আসেন।

পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন- নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ প্রমুখ।

ভয়েসটিভি/এএস

You may also like